বালাগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আদিত্যপুর গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া, ইউএনও মো. আবদুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র ম-ল, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক তারেক আহমদসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হক।