ঢাকার নবাবগঞ্জে, বাংলাদেশের দুটি জনপ্রিয় মিডিয়া ‘যমুনা টেলিভিশন’ ও যুগান্তরের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্যারিসে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এক প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকদের উপর হামলা শুধু গণতন্ত্রের পথে বাধা নয় মানুষের মত প্রকাশের অধিকারে আগাত হানে। তারা বলেন সাংবাদিকরা কোন দলের নয়, দেশের সম্পদ। দেশের উন্নয়ন ও অগ্রতিতে সাংবাদিক সমাজ সর্বদা ভূমিকা রাখছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাপুরুষরাই সাংবাদিকদের উপর এমন নেক্কারজনক হামলা করতে পারে।
অবিলম্বে এসকল হামলাকারীকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তারা। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহিরের পরিচালনায় এসময় অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক নেওয়াজ খান , যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ,আব্দুল আজিজ সেলিম, নয়ন মামুন, শাহ সুহেল ,রেজাউল করিম , নুরুল আলম , রুহুল আমিন সহ ফ্রান্সে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
প্যারিসের স্মৃতিমহল রেস্টুরেন্টে আয়োজিত এ সভা থেকে জাতীয় নির্বাচনের আগেই হামলাকারীদের শনাক্ত, গ্রেফতার ও আইনের আওতায় আনার জোর দাবী জানান এসব প্রবাসী সাংবাদিক। তারা বলেন, রাজনৈতিক দল বা প্রশাসন কারও প্রতিপক্ষ নন সাংবাদিকরা। এরপরও কেন সাংবাদিকেরা বারবার হামলা ও নির্যাতনের শিকার হতে হবে এপ্রশ্ন বক্তাদের।