বৃহষ্পতিবার বাদ সন্ধ্যা বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারের আল-হেরা শপিং সিটি সামনে নিজের শেষ নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সদরের পুরান ও নতুন বাজারে তাকে নিয়ে দেয়াল ঘড়ি প্রতিকের সমর্থনে প্রচার মিছিল করেন নেতাকর্মী ও সমর্থকেরা।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে ও যুবদল নেতা শাহেদ আহমদ প্রিন্সের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশে ফেরা ও গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে অক্ষত ও জীবন্ত ফেরত পাওয়ার জন্যে ৩০ তারিখ সারাদিন দেয়াল ঘড়ি প্রতিকে ভোট দিয়ে ২৩ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে বিজয়ী করুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নেতা মাওলানা আহমদ বেলাল, মাওলানা জয়নুল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, খেলাফত মজলিস নেতা হাবিবুর রহমান, ইকবাল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ, বিএনপি নেতা নুনু মিয়া, জিলা মিয়া, আশিক আলী, আখলিছ আলী, যুবদল নেতা রাজন মিয়া, লোকমান মিয়া, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পি, সংগঠক রাসেল মিয়া, তাজুদ খান, মামুন খান, বকুল, জিয়াউল, সুজেল, শাহজাহান, শাহিন, শেখ ফরিদ, জামাল, রমজান, রকিব আলী, মিয়াজুল, মইনুল ইসলাম, আবু সুফিয়ান সুফি, রাজু সরকার, আবদুল বাসিত, আবদুল বাতিন, কামাল মিয়া, রিপন মিয়া, শিপন মিয়া, ছাত্রদল নেতা সুজেল আহমদ, বাপ্পি প্রমুখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ বেলাল।