দক্ষিণ সুরমা থেকে তিন শিশু-কিশোর নিখোঁজ হয়েছে। তারা হলেন- দক্ষিণ সুরমার আহমদপুর গ্রামের সামসুল ইসলামের দুই ছেলে হাসান (১৩) ও হোসেন (১৩) এবং তাদের বাসার কাজের মহিলার ছেলে অপু ( ১০)। হাসান ও হোসেন জমজ।
আর অপুর পিতার নাম রিপন মিয়া। তাদের বাড়ি সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার জাঙ্গাইলে। বৃস্পতিবার সকাল ৬টার দিকে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছেনা।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়রি ( নম্বর ৮১১/১৭/০৬/২০২১) করেছেন হাসান-হোসেনের চাচাত ভাই মো. সালাহ উদ্দিন।
কেউ তাদের সন্ধান পেলে ০১৭১৫১২৮৩৬২ বা ০১৬৩২৬৪৫০২৬ বা ০১৭১৯২৩৫৫২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।