সিলেট – ৩ আসনের আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯জুন) বিকেলে উপজেলা সদরস্থ এমএ খান অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ আগামী ২৮ জুলাই সিলেট – ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। এছাড়া
প্রতিটি এলাকায় নেতা-কর্মীদের সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে এসে ভোট প্রদানে উদ্ধুত করে যথাযত দায়িত্ব পালন করার উপর ও গুরুত্বরোপ করা হয়।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
সভায় বক্তৃতা করেন সিলেট – ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি সবার সহযোগীতা কামনা করে নির্বাচিত হয়ে বালাগঞ্জের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, নাজমীন আক্তার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিৎ সরকার, বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ, আব্দাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক রুনু, ডা. কাজল লস্কর, হুনায়ুন রশিদ চৌধুরী, আজিজুর রহমান লকুছ, সহসাধারণ সম্পাদক এমএ মতিন, রফিকুল আলম, মো. জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছ উদ্দিন সামছ, আওয়ামী লীগ নেতা অনুরুদয় পাল ঝলক, মিজানুর রহমান পংকি, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এমএ মালেক, শিহাব উদ্দিন মেম্বার, আমির হোসেন নুরু, হিমাংশু রঞ্জন দাস, শহিদুজ্জামান চৌধুরী বাচা, আমিরুল ইসলাম মধু চেয়ারম্যান, মাহমুদ হোসেন মাছুম, মো. শিরমান উদ্দিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলাল মিয়া, যুগ্ন আহবায়ক মো. তারা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক জয়দীব চন্দ দাস, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা একে টুটুল, সুহেল বারীসহ উপজেলার ৬ টি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নিরবতা পালন করা হয়।