বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আহমদপুর থেকে নিখোঁজ হওয়া সেই ৩ শিশু উদ্ধার



দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর থেকে নিখোঁজ হওয়া সেই ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুন) গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট থেকে স্থানীয় জনতা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে তারা নিখোঁজ হয়। তারা সবাই মাদ্রাসা শিক্ষার্থী।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ৩ মাদ্রাসা শিক্ষার্থী হচ্ছে- হাসান (১৩), হোসেন (১৩) ও অপু (১০)।

হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদ্রাসায় হিফজ বিভাগে এবং অপু দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যায়নরত।

সালাহ উদ্দিন জানান- বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৬টায় বাসার কাউকে কোনো কিছু না বলে তারা বাসা থেকে বের হয়ে যায়।

আজ শনিবার গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টে তাদেরকে দেখতে স্থানীয় জনতা উদ্ধার করে আমাদেরকে ও পুলিশে খবর দিলে আমরা গিয়ে তাদের নিয়ে আসি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!