মঙ্গলবার, ৩০ মে ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে জেএসসি ও জেডিসিতে অংশ নিয়েছে ২৩৩০ জন পরীক্ষার্থী



সারাদেশের ন্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৮। ফেঞ্চুগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের জুনিয়র স্কুৃল সার্টিফিকেট পরীক্ষায় ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে মোট ২৩৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে জেএসসিতে ১৮৫৩ জন ও জেডিসিতে ৪৭৭ জন অংশ নিয়েছে। জেএসসির দুটি কেন্দ্র থেকে ১১টি স্কুলের পরীক্ষার্থীরা অংশ নিয়েছে। কেন্দ্র দুটি হচ্ছে কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয় ও ভেন্যু ফারিজা খাতুন বালিকা বিদ্যালয়। এর মধ্যে ছাত্র সংখ্যা ৭৪৮ এবং ছাত্রী ১১০৫ জন।

এদিকে, জেডিসিতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সাতটি মাদ্রাসা থেকে এবার ৪৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তার মধ্যে ছাত্র ২০৭ জন এবং ছাত্রী ২৭০ জন। ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্টিত হয়।

শিক্ষামন্ত্রণালয়ের সূত্র মতে, এ দুই পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী। ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। এবং সারা দেশে মোট ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দুই পরীক্ষায় অংশ নিয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!