সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের অধ্যাদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর



একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

জাতীয় সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনী আনা হলো। এর ফলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ থাকছে নির্বাচন কমিশনের।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার রাতে সাংবাদিকদের বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন