ওসমানী নগরের উছমানপুর ইউনিয়নের খালেরমুখ বাজারের পশ্চিমের মাঠে “১ম মীরপুর ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৩ ” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মীরপুর আদর্শ গ্রামের আয়োজনে এ ফুটবল লিগ অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থানীয় ৪টি দল অংশ নিচ্ছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে এই লিগের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বৃষ্টল বাংলা প্রেসক্লাব ইউকের সভাপতি -কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ডা. তখলিছ আলী।
ধারাভাষ্যকার সাজু আহমদ পবলুর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য প্রবাসী সাবেক ফুটবলার মুহাম্মদ সাহেদ আহমদ সেবুল, সাবেক ইউপি মেম্বার খালেদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী এখলাছুর রহমান মরম, স্থানীয় ইউপি মেম্বার এমএ কাইয়ুম, ক্রীড়ানুরাগী কামিল আহমদ, মাহবুবুর রহমান, খায়রুল ইসলাম, বুরহান উদ্দিন, আব্দুল মন্নান হুসন, জিতু মিয়া, ছালিক মিয়া, হাবিবুর রহমান, মোঃ শিপন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, আয়োজক কমিটির সদস্য আব্দুল আজিজ, আব্দুস সামাদ, আল আমিন, ফয়ছল আহমদ, মারুফ আহমদ, তানভীর প্রমুখ।
উদ্বোধনী খেলায় – সাইদ এএফসি মুমিনপুর কে ০- ১ গোলে পরাজিত করে জুম্মান এএফসি রঘুপুর লিগে শুভসূচনা করে।
উক্ত খেলা পরিচালনা করেন – শাহ আজহারুল ইসলাম সামছুল।