রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

প্রবাসী মো. নিজাম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ



খন্দকার বাজার প্রবাসী কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ, জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সদস্য, রাশিদ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের শিবেরচক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী মো. নিজাম উদ্দিন আগামী ০৫ জানুয়ারি যুক্তরাজ্যে প্রত্যাবর্তন করবেন। তিনি গত ১৪ ডিসেম্বর স্বপরিবারে দেশে এসেছিলেন। দেশে অবস্থানকালে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এদিকে যুক্তরাজ্যে প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু। আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে ওসমানীনগর উপজেলার খাগদিওরস্থ তার বাসভবনে সাক্ষাৎকালে প্রবাসী মো. নিজাম উদ্দিন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। এসময় সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অব্যাহত সহযোগিতার জন্য সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন