বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন চৌধুরীর জানাজা আজ বালাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে



বালাগঞ্জ বাজারের শেলী ফার্মেসীর স্বত্বাধিকারী, প্রবীণ আওয়ামী লীগ নেতা, প্রবাসী বালাঞ্জ-ওসমানী নগর সমিতির সদস্য, প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, রাজনগর উপজেলার ফতেহপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী (৮০) সোমবার (২২ জুলাই) দুপুর ১২: ৪০ ঘটিকার সময় বালাগঞ্জ বাজারস্থ তাঁহার বর্তমান বাসভবন নুরজাহান ইউসুফ মঞ্জিলে ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ২:৩০ ঘঠিকায় বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানাজায় সবার উপস্থিতি কামনা ও মরহুমের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম আব্দুল মতিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁহার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!