বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদের নেতৃত্বে কমিটি ঘোষণার সংবাদে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।