শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের মোহাম্মদপুর গ্রামে ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট, গৃহকর্তা গুরুতর আহত



গৃহকর্তা মোঃ শাহজাহান মিয়া

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে হানা দিয়ে ডাকাতরা ২০ লাখ টাকার মালামাল লুট করেছে এমন খবর পাওয়া গেছে। ১০ নভেম্বর (শনিবার) দিবাগত রাতে মোহাম্মদপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার বাড়িতে অস্ত্রধারী ১৫/২০ জন ডাকাত হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ডাকাতরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে নগদ টাকা, ১৫ ভরি স্বর্ণ, ল্যাপটপ ও মোবাইলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে গৃহকর্তা শাহজাহান মিয়া (৪০) ও তাঁর ভাগনা ফয়াদ আহমদ (২০) ডাকাতদের ধারালো
অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। এরমধ্যে গৃহকর্তা শাহজাহান মিয়ার অবস্থা গুরুতর বলে জানাগেছে। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

শাহজাহান মিয়ার প্রতিবেশি চাচাতো ভাই সুমন মিয়া জানান, গৃহকর্তা শাহজাহান মিয়ার মাথায় গুরুতর জখম হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সন্ধ্যায় অপারেশন হওয়া কথা রয়েছে।

আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যতটুকু জানলাম এর আগে ২০১৪ সালে নাকি এ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!