বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা, শিক্ষানুরাগী শিরমান উদ্দিন বিদ্যোৎসাহী সদস্য হিসেবে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি)’র ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিদ্যালয়ের নবনির্বাচিত এসএমসি ও পিটিএ কমিটির সদস্যদের যৌথ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি)’র বিদায়ী কমিটির সভাপতি মাহমুদ আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমছু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত পরিচালনা কমিটির অন্যরা হলেন – সহসভাপতি দৌলত মিয়া এবিন (অভিভাবক প্রতিনিধি), সদস্য সচিব মো. সমছু মিয়া (প্রধান শিক্ষক), সদস্য হেলাল উদ্দিন চৌধুরী (ভূমি দাতা), লালন মিয়া (অভিভাবক প্রতিনিধি), জেসমিন বেগম (অভিভাবক প্রতিনিধি), কলছুৃমা বেগম (অভিভাবক প্রতিনিধি), রীতা আক্তার (বিদ্যোৎসাহী), খন্দকার আব্দুর রকিব (ইউপি সদস্য), জয়ন্তী চক্রবর্তী (শিক্ষক প্রতিনিধি), ইব্রাহিম খলিল (উচ্চ বিদ্যালয় প্রতিনিধি)।
সভায় স্থানীয় ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, বিদায়ী পরিচালনা কমিটির সহসভাপতি গিয়াস উদ্দিন ছুটন, শিক্ষানুরাগী কবির উদ্দিন সেলিম, আব্দুল কাইয়ুম, আব্দুশ শহীদ, আরিফ আলী, রফিকুল ইসলাম মফিক, রাহেলা বেগম, লায়লা বেগম, ফরিদা বেগম, অমলা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন।
এদিকে উপজেলা যুবলীগ নেতা, শিক্ষানুরাগী শিরমান উদ্দিনকে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য তিনি এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, শিরমান উদ্দিন ইতোপূর্বে আরও এক দফা জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ২০১৬ সালে তিনি বৃহত্তর বালাগঞ্জ (ওসমানীনগর উপজেলাসহ) উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হন।