ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারি (শুক্রবার) দুপুরে গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি জুবেল আহমদ সেকেল (যুগান্তর), সহ-সভাপতি উজ্জ্বল ধর (সিলেট মিরর), সাধারণ সম্পাদক শিপন আহমদ (সবুজ সিলেট ), সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (ইনকিলাব ), কোষাধ্যক্ষ আব্দুল মতিন (আমাদের নতুন সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ (শ্যামল সিলেট), সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল (শুভ প্রতিদিন), দপ্তর সম্পাদক এস. জামান ফরহাদ (মানবাধিকার খবর), নির্বাহী সদস্য পদে যথাক্রমে এফ এম আলী ফয়েজ (সিলেটের ডাক), সিতু সূত্রধর (উত্তরপূর্ব), কয়েছ মিয়া (সিলেটের ডাক), আনোয়ার হোসেন আনা (সমকাল), জয়নাল আবেদীন (মানবজমিন), নূরুল ইসলাম রাফি (সময় ৭১) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া, সাধারণ সম্পাদক পরিমল দেব, সিলেট জেলা প্রেসক্লাবের রজত চক্রবর্তী, অনলাইন প্রেসক্লাবের সাইফুর রহমান তালুকদার, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন খান, এডভোকেট অসিম কুমার দাস প্রমুখ।