বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকের আহ্বায়ক ও অবিভক্ত বালাগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবী সদ্য প্রয়াত আলহাজ্ব ফারুক আহমদ স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) পূর্ব লণ্ডনের একটি রেস্তোরায় এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মীরু ও আজাদুর রহমান আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি সফিক উল্লাহ মিসলু, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পাল, প্রয়াত ফারুক আহমদের অগ্রজ এম এ বারী এবং একমাত্র ছেলে তাহমিদ আহমদ সজীব।
বক্তব্য রাখেন – সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু, হারুনূর রশিদ, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, রশিদ আহমদ, এম এ কুদ্দুস, সৈয়দ সাদেক, নিজামুল হক নাজমুল, আনহার মিয়া, আব্দুল হাকিম জিলু, নাজমুল ইসলাম, ফজলু মিয়া, মামুন কবির চৌধুরী, শেখ নূরুল ইসলাম জিতু, ফয়জুর রহমান ফয়েজ, আব্দুর রকিব, মশাহিদ আলী, ছহুল এ মুনিম, বদরুজ্জামান চৌধুরী, সাহাব উদ্দিন সাবুল, মতাহির আলী সুহেল, মো. শরীফুজ্জামান, খিজির আহমদ, তরাজ উদ্দিন, সৈয়দ সামি, আবুল হাসনাত খান, আহমেদ কবির, আব্দুল মোহাইমিন, ছানু মিয়া, মজাহিদ আলী লিটন, আখলাকুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ। বক্তব্যের সময় উপস্থিত নেতৃবৃন্দের অনেকে মরহুম ফারুক আহমদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। নেতৃবৃন্দ একবাক্যে মরহুম ফারুক আহমদকে – একজন আদর্শবান সৎ নির্লোভ রাজনীতিবিদ, প্রচারবিমুখ সমাজসেবক ও দক্ষ সংগঠক হিসেবে মূল্যায়িত করেন।
আওয়ামী লীগের দুঃসময়ে অবিভক্ত বালাগঞ্জের রাজনীতিতে তাঁর অবদানের মূল্যায়ন করতে গিয়ে বক্তারা বলেন, একজন নিবেদিত কর্মী হিসেবে অবিভক্ত বালাগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই সে সময় ছিল তাঁর নিয়মিত বিচরণ। যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে নিজ দলের সাংগঠনিক কার্যক্রম দক্ষতার সহিত পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সমান সময় নিষ্ঠার সহিত তিনি নিরলস কাজ করে গেছেন। রাজনৈতিক বিভিন্ন প্রতিবন্ধকতার পাশাপাশি দলীয় যে কোন কার্যক্রম তখন গ্রামে-গঞ্জে মানুষের দুয়ারে-দুয়ারে গিয়ে প্রচারণা ও কর্মী সংগ্রহ মোটেই সহজ ছিল না। ভিন্ন রাজনৈতিক পরিবেশের সে যুগে গ্রামে-গঞ্জের রাস্তা-ঘাটের ও ছিল দুরদশা। তবুও সব প্রতিকূলতা উপেক্ষা করে রাস্তা-ঘাটের দুরদশার সেই সময় কোথাও পায়ে হেঁটে, কোথাও নৌকায় করে, আবার কোথাও মোটর সাইকেলে করে যে কয়জন – আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মী সাংগঠনিক কর্মকাণ্ড নিষ্ঠা ও দক্ষতার সাথে পরিচালনা করেছেন তাঁর মধ্যে মরহুম ফারুক আহমদ ছিলেন অন্যতম। দলের প্রতি নিবেদিত এই নেতা নিজ শ্রম ও ঘামের পাশাপাশি প্রয়োজনে অর্থ ও ব্যয় করেছেন দলের প্রয়োজনে। তবে জীবদ্দশায় এর বিনিময়ে কিছুই তিনি চাননি দলের কাছে। আওয়ামী লীগের সুসময়ে ও তিনি থেকেছেন নির্লোভ। লণ্ডনে আওয়ামী ফোরাম ইউকে গঠনে রয়েছে তাঁর বিশেষ অবদান। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামী রাজনীতি করে গেছেন মৃত্যু পর্যন্ত।
তিনি একজন নিভৃতচারি ও প্রচারবিমুখ সমাজসেবী ও ছিলেন। আর্তমানবতায় তিনি দান করেছেন অকৃপণ হস্তে। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে রয়েছে তাঁর বিশেষ অবদান। তিনি অমায়িক ব্যবহার ও বিনয়ের মাধ্যমে মানুষকে আপন করে নিতে পারতেন সহজে। সমাজের সবশ্রেণীর মানুষের কাছে ছিল তাঁর গ্রহণযোগ্যতা।
উল্লেখ্য, আলহাজ্ব ফারুক আহমদ গত বুধবার (১৯ মে) সকাল ৯:০০ঘটিকার সময় লণ্ডনস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। বিলেতে লণ্ডনের হেকনি উইকের স্থায়ী বাসিন্দা মরহুম ফারুক আহমদের দেশের বাড়ি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মোহাম্মদশাল। জীবদ্দশায় তিনি বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকের আহ্বায়ক ছাড়াও – অবিভক্ত বালাগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, আদর্শ বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা সমিতিসহ বহু সংগঠনের সদস্য ছিলেন।