দক্ষিণ সুরমার কামাল বাজারে ১৬ জন কিশোরকে আটক করেছে স্থানীয়রা। সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কামাল বাজার থেকে তাদের আটক করা হয়। তাদের সবার বাড়ি বিশ্বনাথ উপজেলায় বলে জানা যায়। বর্তমানে তারা কামাল বাজারে রয়েছেন।
তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা নিয়ে দেখা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ডাকাতি করতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। আবার কেউ বলছেন কামাল বাজারের নবাগী গ্রামের এক কিশোরকে উঠিয়ে নিতে তারা এখানে এসেছেন।
আটক কিশোর গ্যাংয়ের একজন জানান- ওই কিশোরের সাথে তাদের মোবাইল ফোনে বাকবিতন্ডা হয়। এর রেশ ধরেই তারা তার এলাকায় বিচার দিতে এখানে এসেছেন বলে জানান।
এদিকে ওই কিশোরের চাচা জানান- হঠাৎ করেই দলবদ্ধভাবে আমার ভাতিজাকে তারা অপহরণ করতে চায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় তাদের আটক করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা যায়।