আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব, প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি) কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করেছেন। তিনি গত সোমবার (২৪ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাইজগাঁজ, ঘিলাছড়া এবং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, রাসেল আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সুহেল প্রমুখ তাঁর সাথে ছিলেন।
গণসংযোগ ও মতবিনিময়কালে ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, সরকারি চাকুরী জীবন থেকে অবসর নিয়ে এখন আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জবাসীর সেবা করার লক্ষ্য নিয়ে সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের মাধ্যমে প্রার্থী হতে চাই। আমি দলীয় তৃণমূল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া চাই, ভালোবাসা চাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন না দেন, আমি যদি দলীয় মনোনয়ন না পাই তাহলে যাকে দলীয় মনোনয়ন দেয়া হবে আমি তার পক্ষে, নৌকা মার্কার পক্ষে কাজ করবো। এ সময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নিয়মিত গণসংযোগ মতবিনিময় কর্মসূচির আওতায় তিনি গত সোমবার (২৪ মে) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। এর আগে তিনি পৃথকভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মো. আখলাকুর রহমান চৌধুরী সেলিম, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার দেবনাথ, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, সদস্য পারভেজ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন কুমার দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (স্থগিত কমিটি) এম.এ ফারহান সাদিক, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহিত আহমদ শাহ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মুমিনুল হাসান, মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জুমাদ আহমদসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নিজ নিজ বাড়ি এবং অফিসে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।