‘দুর্নীতি-দুঃশাসন হবেই শেষ গণতন্ত্রের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গত ২০ জানুয়ারি বৈরুতের প্রাণ কেন্দ্র হামরার মেক্সিম হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লেবানন কেন্দ্রীয় কমিটির সম্মেলন – ২০১৯।
সম্মেলনে ২২১ জন কাউন্সিলরের সরাসরি ভোটের মাধ্যমে কমিটিকে আরো শক্তিশালী সুসংগঠিত করার লক্ষ্যে নির্বাচিত করা হয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। ভোট গ্রহণ অব্যাহত থাকে বেলা ১২টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
সম্মেলনে সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক মুজিবুল হক ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আইমান নির্বাচিত হন। ১১৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন লেবানন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার। অপর প্রার্থী লেবানন বিএনপির সাবেক সভাপতি মফিজুল ইসলাম বাবু পান ১০৩ ভোট। ১৯ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। ( উল্লেখ্য, ২০১৭-১৮ সালের কমিটিতে মফিজুল ইসলাম বাবু সভাপতি ছিলেন এবং নজরুল ইসলাম মজুমদার সিনিয়র সহ-সভাপতি ছিলেন।)
১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুজিবুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম আইমান পেয়েছেন ১০৫ ভোট। ৪ ভোটের ব্যবধানে আইমান পরাজয় বরণ করেন। (উল্লেখ্য, মুজিবুল হক ইতিপূর্বে দুইবার একি পদে প্রার্থী ছিলেন, কোন বারও জয় হতে পারেননি, এবার মাত্র ৪ ভোটে জয়লাভ করেন। অন্যদিকে আমিনুল ইসলাম আইমান এই প্রথম প্রতিদ্বন্দ্বীতা করেন।)
১১৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান শিপন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পেয়েছেন ১০০ টি ভোট।
ফলাফল ঘোষণা করেন সম্মেলনের সভাপতি ও লেবানন বিএনপির আহবায়ক কমিটির প্রধান আহবায়ক আব্দুল হালিম এবং বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে বরণ করেনেন যুগ্ন আহবায়ক আব্দুল কাদের। সম্মেলনে লেবাননে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হাসান সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগণ ও আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা আমীর হোসেন কলিম, উপদেষ্টা রুহল আমীন, জালাল মিয়া, তাহের মিয়া, কেন্দ্রীয় নেতা জাকির হোসেন জাকির, আবু বক্কর, মনির হোসেন সরকার, ওয়াসীম আকরাম, আব্দুর রশিদ, আহবায়ক সদস্য গাজী মোহাঃ রফিক, নাছির উদ্দীন, সাহাবুল্লা আটিয়া,আরমান হোসেন আমান, মনির হোসেন রানা, মারুফ মোল্লা আব্দুল হান্নান, মোতালেব হোসেন, রফিকুল ইসলাম, হৃদয় খান, শফিকুল ইসলাম সরকার সহ লেবানন বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লেবানন আওয়ামী লীগ, শাহজালাল প্রবাসী সংগঠন লেবানন সহ বিভিন্ন কমিউনিটি ও কমিউনিটির নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত হয়ে প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে বিএনপির মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং মিডিয়ার সাংবাদিকবৃন্দের উপস্থিতি ছিল।