ওয়ানডে একাদশে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দলনেতা করা হয়েছে। ভারত ও ইংল্যান্ড থেকে সমান চারজন করে ক্রিকেটার আছেন। এছাড়া নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে রয়েছেন একজন করে।
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ওভারে অসাধারণ বল করে একাই জিতিয়েছিলেন দলকে। যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ ফাইনালেও করেছিলেন চমকপ্রদ বোলিং। গত বছর ১৮ ম্যাচে ২১.৭২ গড়ে ২৯ উইকেট নিয়ে ওডিআইতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছয়ে ছিলেন তিনি।
আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজ সম্পর্কে লিখেছে, বল সুইং করানোর ক্ষমতা ও স্লোয়ার মিলিয়ে দুর্দান্ত এক ওয়ানডে বোলার সে। একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা একাদশে নাম এসেছে তাঁর। সবচেয়ে বেশি চারজন করে ভারতীয় ও ইংলিশ ক্রিকেটারের নাম রয়েছে একাদশে।
বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মোস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।