বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মোস্তাফিজ



২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্দান্ত পারফরম্যান্স করে এই দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তারকা মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে একাদশে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দলনেতা করা হয়েছে। ভারত ও ইংল্যান্ড থেকে সমান চারজন করে ক্রিকেটার আছেন। এছাড়া নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে রয়েছেন একজন করে।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ওভারে অসাধারণ বল করে একাই জিতিয়েছিলেন দলকে। যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ ফাইনালেও করেছিলেন চমকপ্রদ বোলিং। গত বছর ১৮ ম্যাচে ২১.৭২ গড়ে ২৯ উইকেট নিয়ে ওডিআইতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছয়ে ছিলেন তিনি।

আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজ সম্পর্কে লিখেছে, বল সুইং করানোর ক্ষমতা ও স্লোয়ার মিলিয়ে দুর্দান্ত এক ওয়ানডে বোলার সে। একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা একাদশে নাম এসেছে তাঁর। সবচেয়ে বেশি চারজন করে ভারতীয় ও ইংলিশ ক্রিকেটারের নাম রয়েছে একাদশে।

বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মোস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!