শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

এড. মণ্টুকে যুক্তরাষ্ট্রের পেটারসন সিটির অ্যাওয়ার্ড প্রদান



সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মণ্টুকে সমাজ উন্নয়নমূলক কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির পেটারসন সিটির মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে এ্যাওয়ার্ড (সার্টিফিকেট) প্রদান করা হয়েছে। পেটারসন সিটি মেয়র আন্দ্রে সাঈদ, কাউন্সিল শাহিন খালিকের বিশেষ আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে এডভোকেট আব্দুর রকিব মণ্টুকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গত ০৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় এ সাক্ষাৎকালে নিউজার্সির হেলডন সিটির কাউন্সিলর দেওয়ান বজলু, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন (ভিপি শফিক) প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, নারী অধিকার সুরক্ষা, ক্রীড়া উন্নয়ন তথা সমাজসেবামূলক কর্মকান্ডের জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বলে এডভোকেট আব্দুর রকিব মণ্টু জানান। তিনি বলেন, বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিশ্ব দরবারে ব্যাপক সম্মান অর্জন করছে। তারই ধারাবাহিকতায় বিশ্বের দেশে দেশে বাঙালি নাগরিকরা তাদের কাজের স্বীকৃতি লাভ করছেন। এডভোকেট আব্দুর রকিব মণ্টু বলেন, দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে তাঁর জনবান্ধব উন্নয়ন কর্মকান্ডের অংশীদার হতে পেরে আমি গর্বিত। তিনি বলেন, আমি আজীবন দেশ ও দেশের মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!