বালাগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা, যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদকে দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
সভায় সংবর্ধি অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জল।
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক ও ছাত্রলীগ নেতা আমিনুর রহমান রনির যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা আব্দুল মছব্বি, হাজী আব্দুল মনাফ, ইলিয়াস মিয়া, ইছরাক আলী, সিতাব আলী, হাজী সাইস্তা মিয়া, নেছাওর আলী, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, এসএম সাহেদ, সামছুল ইসলাম ইরণ, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, মহানগর যুবলীগ নেতা সামস উদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, যুবলীগ নেতা আব্দুল্লাহ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েছ, সহ-সভাপতি আব্দুল শাহাদত রুকন, যুবলীগ নেতা আব্দুস শহীদ খান, সোহেল মিয়া, মশুদুর রহমান, গিয়াস উদ্দিন, বাবুল মিয়া, খন্দকার রেজওয়ান, ফয়জুল ইসলাম, জামিল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রাজু আহমদ, রাসেল আহমদ, ইমরান আহমদ, রায়হান চৌধুরী হৃদয়, বিজয় চৌধুরী, তাহের আহমদ, মামুন হোসেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতা শিহাবুল ইসলাম অনিক, জিয়াউল আল সামী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি শেখ জাফর আহমদকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের আগামীদের যোগ্য নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, এককালের ছাত্রলীগ নেতা শেখ জাফর আহমদ আজ বিদেশেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।