গত বৃহস্পতিবার (৭ই মার্চ) লেবানন বাংলাদেশ দূতাবাসের হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের আসন গ্রহণের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শুনান দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফী।
রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার, কমিউনিটি নেতা দুলামিয়া, বাবুল মুন্সি, আলমগীর ইসলাম, মোহাম্মদ আলী, রানা ভূইয়া ৭ই মার্চের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু সেদিন বাঙালী জাতিকে যেভাবে জাগিয়ে তুলেছিলেন, আর কোন নেতা তা পারেননি। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় বাঙালি জাতি সেদিন ঐক্য বদ্ধ হয়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।