গত মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে স্থানীয় সোনার বাংলা রেস্টুরেন্টে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের করণীয় ও বর্জনীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মুহাম্মদ তৌরিছ আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য ভূমিকা রাখছে তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অপব্যবহার। এই অপব্যবহারে ছাত্র সমাজ ধ্বংস ছাড়া ও সমাজে অহরহ ফিতনার সৃষ্টি হচ্ছে। দেশ ও জাতির সে সকল বিষয়ে সচেতন থাকতে হবে।
শাখা সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম এর পরিচালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলি হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক কুতুব আল ফরহাদ ও বালাগঞ্জ উপজেলা সভাপতি নাজমুল ইসলাম শিহাব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক শাহ ফয়সল আহমদ মিসলু, সাংগঠনিক সম্পাদক জাকির খাঁন, অর্থ সম্পাদক শেখ জুবায়ের আহমদসহ কলেজ শাখার দায়িত্বশীল এনাম আহমদ, সিজান আহমদ, রোদওয়ান আহমদ ও আমিনুল ইসলাম প্রমুখ।