সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফয়জুর রহমান কয়ছরের মৃত্যুতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের শোক প্রকাশ



শামীম আহমদ : জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার, স্পোর্টস মাউথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্পোর্টস মাউথ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মনুমুখ পি টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, নিযর মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের কৃতি সন্তান ফয়জুর রহমান কয়ছরের মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সংবাদপত্রে এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন – জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় সভাপতি ওয়েলস আওয়ামী লীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত আলী, সংগঠনের বামিংহামের ডেপুটি কনভেনার কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু ও সেক্রেটারী সাংবাদিক জয়নাল ইসলাম, নিউপোট শাখার সভাপতি শাহ শাফি কাদির ও সেক্রেটারী এম এ রউফ, মিডল্যান্ড শাখার সভাপতি হিরন মিয়া ও সেক্রেটারী সিতার আহমদ, সেন্ট্রাল লন্ডন শাখার সভাপতি আবিদুর রহমান কাবিদ, ডেপুটি কনভেনার আমজদ সানি, সেক্রেটারি জুবায়ের আহমেদ সেলিম, কাডিফ শাখার সভাপতি আলহাজ আসাদ মিয়া, ডেপুটি কনভেনার এবি রুনেল ও সেক্রেটারী জহির আলী, সোয়ানসী শাখার সভাপতি হাবিবুর রহমান মকবুল, সেক্রেটারী শামীম আহমদ, ডেপুটি কনভেনার ফেরদৌস রহমান, স্কটল্যান্ড শাখার সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারী সঞ্জু রহমান, ব্রিটল শাখার সভাপতি আবুল হোসেন ওয়াদুদ ও সেক্রেটারী খায়রুল আলম লিংকনসহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ।

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর বলেন, কমিউনিটি লিডার ও সাবেক ছাত্রনেতা ফয়জুর রহমান কয়ছর ভাইয়ের মৃত্যুতে আমরা একজন সৎ ও পরিছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব ও কমিউনিটির একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালাম। তিনি আজীবন মসজিদ মাদ্রাসা ও শিক্ষার উন্নয়নে এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠা ও নিরলস ভাবে কাজ করে গেছেন।

মহান আল্লাহ যেনো প্রকৃত সমাজসেবক এই ভালো মানুষটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করার জন্য দেশে-বিদেশের সবার প্রতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!