গত ৩০ জানুয়ারি ডেপুটি মিনিষ্টার জেইন হাট এর পরিচালনায় ওয়েলস অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে রডরি মডেল স্ট্যাচু ক্যাম্পেইনের শুভ উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে সাবেক ফাষ্ট মিনিষ্টার কার ওয়েন জোনস, এসেম্বলির ডেপুটি মিনিষ্টার জুলি মগান, অ্যাসেম্বলির প্রিসাইডিং অফিসার এলিন জোনস, অ্যাসেম্বলি মেম্বার জেনি রাথবন, বার্মিংহামের সহকারী হাইকমিশনার নাজমুল হক, কাউন্সিলর দিলওয়ার আলী, রডরির ভাই প্রিস মর্গান, ডাব্লিউ এল জি এর লিডার ডেবি ঊইলকস, চ্যানেল এস এর চেয়ারম্যান ও কমিউনিটি লিডার আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, নিউপোটের কমিউনিটি লিডার শেখ তাহির উল্লাহসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও অন্যান্য কমিউনিটির বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা রডরি স্ট্যাচু নির্মাণে সবার সহযোগিতা কামনা সহ রডরির রাজনীতি ও কমিউনিটির অবদানের কথা সশ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্য কমিউনিটির সাথে কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্ট কমিটির চেয়ারম্যান কমিউনিটি লিডার আলহাজ্জ্ব আনোয়ার আলী. কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার ট্রাষ্ট কমিটির সেক্রেটারী ওয়েলস বাংলা নিউজের এডিটর সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর. ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী দিলাবর এ হোসাইন. সাংগঠনিক সম্পাদক তরুণ ব্যাবসায়ী শাহ শাফি কাদির ও গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলসের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রুউফ সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ্য যে, বৃটেনের ওয়েলস অ্যাসেম্বলির সাবেক ফার্ষ্ট মিনিষ্টার রডরি মর্গান এর স্মৃতি রক্ষার্থে ওয়েলস অ্যাসেম্বলির সামনে রডরি মডেল স্ট্যাচু নির্মাণ করতে প্রায় একশত পঁচিশ হাজার পাউন্ড ব্যায় হবে বলে কমিটির অন্যতম অ্যাম্বেসেডার কাউন্সিলার দিলওয়ার আলী জানিয়েছেন। এই প্রজেক্টে ২০২০ সালের ভিতরে সম্পন্ন হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে গত বছর ওয়েলসের কার্ডিফে ভারতের জাতির পিতা গান্দিজীর ও একটি মডেল স্ট্যাচু নির্মাণ করা হয়েছে। এব্যাপারে সভায় উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগ লিডার মোহাম্মদ মকিস মনসুরের কাছে ওয়েলসে ভারতের জাতির পিতা গান্দিজীর স্ট্যাচু রয়েছে, এখানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর স্ট্যাচুর ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন – ইন্ডিয়ান কমিউনিটির উদ্যোগে ভারতের জাতির পিতা গান্দিজীর স্ট্যাচু যদি এখানে হতে পারে তাহলে বাংলাদেশের জাতির পিতার স্ট্যাচু কেন হবে না? ওয়েলসে আমাদের বিরাট কমিউনিটি রয়েছে, ইতোমধ্যে আমরা একটি উদ্যোগ নিয়েছি। সবার সহযোগিতা অব্যাহত থাকলে এবং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনা আপার অনুমতি পেলে একদিন আমাদের এই স্বপ্ন তথা ওয়েলসের মাটিতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু অবশ্যই নির্মিত হবে বলে হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সেক্রেটারি, এটিএন বাংলার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এই অভিমত ব্যাক্ত করেন। এখন দেখার বিষয় এই উদ্যোগ কবে নাগাদ আলোর মুখ দেখে।