বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে উচ্ছেদ অভিযানে বাজারের বেশ কিছু দোকানের বারান্দা ভাঙ্গার নির্দেশ



সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ঘরের সামনের বর্ধিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। ৪ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।

জানা যায়, ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার, ডাকঘর সড়ক ও পূর্ববাজার সড়কে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের ব্যবসায়ী ও ভূমি মালিকরা স্ব-স্ব দোকানঘরের সম্মুখের সড়কের জায়গা দখল করে দোকান ঘরের সাথে যুক্ত করে নেন। অনেকে সড়কের জায়গার মধ্যে সিঁড়ি ও বারান্দা নির্মান করে দোকানের সাথে সংযুক্ত করার কারণে ফেঞ্চুগঞ্জ বাজার সড়কটি সংকোচিত হয়ে পড়েছে। এতে বাজার সড়ক দিয়ে যানবাহনসহ সাধারণ মানুষ চলাচলে দূর্ভোগের মুখে পড়েন।

মধ্যবাজার থেকে থানার রোড পয়েন্ট পর্যন্ত অবৈধ স্থাপনা ও রাস্তা দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানে প্রায় অর্ধশতাধিক দোকানের বারান্দা ভেঙ্গে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া ৮টি দোকানকে আর্থিক জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক বলেন, ‘রাস্তা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রাস্তা দখলমুক্ত করে রাস্তার দুপাশে চলাচলের জন্য সড়ক নির্মান করা হবে’।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!