সিলেটে একদিনে ৫বার ভূমিকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টায় এবং দুপুর ২ টার দিকে এসব ভূমিকম্প অনুভূত হয়
এ সময় লোকজন আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কয়েক সেকেন্ড স্থায়িত্বের এই ভূমিকম্পে কেঁপে ওঠে বাড়িঘর। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী।