সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাকুর রহমান মফুরের আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস



মোস্তাকুর রহমান মফুর

প্রিয় বালাগঞ্জ উপজেলাবাসী,
এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন,আর কোনদিন হয়তো আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবনা।
মাত্র তেইশ বছর বয়সে যে আস্থা ও বিশ্বাস নিয়ে আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করেছিলেন, সেই আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে গিয়ে আমার জীবনের শ্রেষ্ঠ সময়টুকু এই বালাগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে ব্যয় করেছি।
ইউনিয়ন /উপজেলা চেয়ারম্যান হিসাবে, অথবা একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখনই সুযোগ পেয়েছি, বালাগঞ্জের স্বার্থকে সর্বাগ্রে উপস্থাপনের চেষ্টা করেছি।
বিনিময়ে আপনাদের অকুন্ট সমর্থন ও নিঃস্বার্থ ভালোবাসায় ভারী হয়েছে আমার ঋনের বোঝা।

এই বালাগঞ্জের আলো, বাতাস, মাটি ও মানুষের সংস্পর্শে আমার বেড়ে ওঠা ও পথচলা, এই মাটিই আমার শেষ ঠিকানা।
তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন,আগামী ১৮ই মার্চ তাারিখে আমাকে নৌকা মার্কায় এক একটি ভোট দিয়ে শেষ বয়সে বালাগঞ্জবাসীর ঋণশোধ করার সুযোগ দিন।
বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্য রক্ষায় একজন বালাগঞ্জীকে ভোট দিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!