বালাগঞ্জে শাহাব উদ্দিন (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে ডাকাত সদস্যরা। শনিবার গভীর রাতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের চাম্পারকাঁন্দি গ্রামের সুরমান আলীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিনের বাবা সুরমান আলী (৬০), মা লামেলা বেগম (৫৫), বোন আলিফা বেগম (১৮), ভাই মুসলেক উদ্দিন (৩০), চাচা ওয়াব আলী (৫০), ছুরাব আলী (৫৫) ও চাচী রাবিয়া বেগম (৩৫) ডাকাতদের মামলায় আহত হন।
নিহত শাহাব উদ্দিন দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মোরার বাজারের লাইব্রেরী ব্যবসায়ি। পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়, গভীর রাত দেড়টার দিকে ৬/৭ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত সদস্যরা স্বর্ণালংকার ও ১টি মোবাইল সেট নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় শাহাব উদ্দিন পার্শ্বের ঘর থেকে ছুটে আসলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও গুলি করে। এসময় তাকে বাঁচাতে গেলে পরিবারের অন্যান্য লোকদের আঘাত করে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
শাহাব উদ্দিনের বাবা সুরমান আলী গুরুতর আহতবস্থায় ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। নিহত শাহাব উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্যে ওসমানানী হাসপাতালে মর্গে রয়েছে।
বালাগঞ্জ অফিসার ইনছার্জ গাজী আতাউর রহমান জানান, এ ঘটনা ডাকাতি না পরিকল্পিত হত্যা, তা রহস্য উদযাটনে প্রশাসন তৎপর রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।