বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সামস্ উদ্দিন সামস্ বালাগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত



সামস্ উদ্দিন সামস্

৫ম বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ভাইস চেয়ারম্যান, যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্ উপজেলা পরিষদের প্রথম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে বালাগঞ্জের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনির দায়িত্বভার গ্রহণ শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫ম উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভায় উপস্থিত পরিষদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি।

অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাখাল চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওছার ইকবাল, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রীতি ভূষণ দাস, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবত্তী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মো. মোশাহিদ মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রাকিব ভূইয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!