রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু



বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে সোমবার (২২ এপ্রিল)। যদিও ক্যাম্পের প্রথম দিনে অংশ নিয়েছেন মাত্র ৫ জন ক্রিকেটার।

এই ৫ ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। তামিম ছাড়া বাকি ৪ ক্রিকেটারই সম্প্রতি চোটের মুখোমুখি হয়েছিলেন। এছাড়া এই ৫ ক্রিকেটারের কেউই নিউজিল্যান্ড সফরের পর খেলার মধ্যে নিয়মিত ছিলেন না। মুস্তাফিজ ডিপিএলে এক ম্যাচ খেললেও চোটের কারণে ছিটকে পড়েন মাঠের বাইরে।

সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধান কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্টিং শেষে ৯টা থেকে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। যদিও ঢাকা প্রিমিয়ার লিগের জন্য আটকে থাকা ক্রিকেটাররা রিপোর্টিং শেষেই চলে যান।

প্রস্তুতির অংশ হিসেবে এদিন ব্যাট-বল হাতে সেন্ট্রাল উইকেটে অনুশীলনে যোগ দেওয়া ক্রিকেটাররা। যদিও মনোযোগ ছিল ফিটনেসে।

ডিপিএলে মুস্তাফিজের দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব সুপার লিগে উঠতে ব্যর্থ হয়। রুবেলের দল আবাহনী শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও ফিটনেসজনিত কারণে এই ক্রিকেটার মাঠে নামতে পারেননি, তাই শেষ রাউন্ডের আগেই তিনি যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পে।

বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া ১৫ জন ক্রিকেটারের সাথে এই প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছেন আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পাওয়া আরও দুই ক্রিকেটার নাঈম হাসান ও ইয়াসির আলী। যদিও নাঈম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এবং ইয়াসির ডিপিএলের রেলিগেশন লিগের দল ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলতে ডিপিএল নিয়ে ব্যস্ত রয়েছেন।

এছাড়া আবাহনী লিমিটেডের হয়ে ডিপিএলের শেষ রাউন্ড খেলার কারণে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেননি মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান মিরাজ। একই কারণে ক্যাম্পে যোগ দিতে বিলম্ব হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা লিটন দাসেরও।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!