ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা শাহ আমিনুল ইসলাম ও অন্য ট্রাস্টিদের অর্থায়নে স্থানীয় বৃহত্তর গলমুকাপন, হাজীপুর, কিয়ামপুর, ইশাগ্রাই, বল্লভপুর, মশাখলা প্রভৃতি গ্রামের এসব দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তাজপুর ফুরকানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা শাহ আরিফ রব্বানী, বড় হাজীপুর মদীনাতুল উলুম মহিলা মাদরাসার শিক্ষক শাহ মাহবুব আলম, শাহ ইসহাক (রহ.) ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি শাহ আজমল আলী আতিক, মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী প্রমুখ।