রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গণি সংবর্ধিত



বাংলাদেশ আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গণিকে বালাগঞ্জে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার (০৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয় মাদরাসা বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা লোকন মিয়া। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক পরিষদের আহবায়ক হাজী মোহাম্মদ আলী গুলশের।

বঙ্গবন্ধু সৈনিক পরিষদের সদস্য সচিব সুহেল বারীর পরিচালনায় স্থানীয় মরিয়ম এণ্ড মারিয়া কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এমএ মালেক, উপজেলা কৃষক লীগ নেতা তারা মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা ছুরাব আলী, লিটন দাস, ফখরুল ইসলাম, সমাজকর্মী আনোয়ার আলী, আশরাফ আলী, এস আলম, যুবলীগ নেতা রফু মিয়া, শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহমদ মসরুর, ছাত্রলীগ নেতা ফয়েজ আল রাব্বী, এমদাদুল ইসলাম মাহিম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি মোহাম্মদ গণি ও প্রধান অতিথি লোকন মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!