সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের অতীত ঐতিহ্য পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উন্মুক্ত সংলাপ সম্পন্ন



বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে “বণিক সমিতির নির্বাচন ও ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক” উন্মুক্ত সংলাপ সম্পন্ন হয়েছে। সংলাপে অংশগ্রণকারী প্রার্থী, ব্যবসায়ী ও সুধীজন বালাগঞ্জ বাজারের অতীত ঐতিহ্য পুনরুদ্ধারে ঐক্যের আহবান করেছেন।

গত ৬ জুলাই (শনিবার) বিকাল ৫ টায় বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন মার্কেট প্রাঙ্গনে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া।

সংলাপের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: জাকির হোসেন ও গীতা থেকে পাঠ করেন বাপসার কেন্দ্রিয় যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি রঙ্গেশ কুমার দাস।

সংলাপে অংশগ্রহণ করেন পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি ডা: পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক শানতিব্রত চৌধুরী, বালাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জিয়াউল হক জিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাফিজ রেনু, ব্যবসায়ী হাজী লাল মিয়া,  প্রভাত চন্দ্র রায়, নীলমনি ধর, সমাজসেবী আনসার মিয়া, আনহার মিয়া, সুধেন্দ্র দাস অমল, আব্দুল আলী, বালাগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আইনুর আহমদ রোমন, কাজী সিরাজুল হক, মোসতাক আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম মসতফা বাচ্চু, উপজেলা যুবলীগ নেতা আজিজুল বাসির, মনতাজ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বরুপ দে শংকু, প্রদীপ দাস, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক রোবেল আহমদ, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সাবুল আহমদ, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরোল ইসলাম, ছাত্রলীগ নেতা অর্জুন দাস।

প্রার্থীদের মধ্য থেকে বক্তৃতা করেন – সভাপতি পদপ্রার্থী মো: জুনেদ মিয়া, সহ সভাপতি পদপ্রার্থী আজাদ মিয়া, রকিব আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাওছর আহমদ কওছর, মো: সুমন মিয়া, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইবরাহিম আলী সুজন, মো: দুলু মিয়া, দফতর ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন মনি, ১নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ, এনামুল হক রাবিদ, কওছর আহমদ, রশিদ আলী, আবু শাহজাহান, ২নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী বিপুল চন্দ্র রায়, আনোয়ার আলী, মো: জয়নাল আবেদীন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি হুসাইন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, ৫২ টিভির রিপোর্টার গিলমান আহমদ তালুকদার, ক্যামেরাপারসন জায়েদ আহমদ, একুশে নিউজ টিভির বালাগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, ধারাভাষ্যকার সোলেমান আহমদ প্রমুখ।

সংলাপে ব্যবসায়ীরা বালাগঞ্জ বাজারের সার্বিক উন্নয়নের জন্য প্রতিদ্বন্ধী প্রার্থীদের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। এ সময় প্রার্থীরা বালাগঞ্জ বাজারের উন্নয়নে তাদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সাপ্তাহিক কুশিয়ারার কূল, জাগো সিলেট, বালাগঞ্জ নিউজ, বালাগঞ্জ প্রতিদিন, 52বিডি ও সুরমা নিউজ গণমাধ্যমগুলি সংলাপ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে দায়িত্ব পালন করে।

উল্লেখ্য যে, আগামী ১৩ জুলাই বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!