রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা

আত্মজার লাশ ।। মিজানুর রহমান মিরু



সবুজ জমিনে এখন ছোপ ছোপ রক্তের ওপর
নির্বিকার পড়ে থাকে নিষ্পাপ শিশু!
মানবতার দগ্ধ জরায়ু ছিঁড়ে খাওয়া অমানুষ
শিশ্ন উঁচিয়ে গায় বেহায়া কোরাস!!

সন্তান হারা মা আশায় বুক বেঁধে ছিলো—
সুদিন আসবে বলে; আজ সবকিছু কেবল
মিথ্যা ঠেকে তাঁর কাছে! পিতার নি:শ্বাস
ভারী হয়ে আসে কাঁধে নিয়ে আত্মজার লাশ।

কথা তো এমন ছিলো না! …কথা ছিলো—
লাল সবুজের মানচিত্রে আর কোন রক্তভুক
মানুষ রূপে জন্ম নেবে না। কথা ছিলো—
ইবলিস আর মানুষে থাকবে বিস্তর তফাৎ…

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!