ফেঞ্চুগঞ্জে সড়ক দূর্ঘটনায় শুকুর আলী নামে এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধার বাড়ী উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির খিলপাড়া গ্রামে।
জানা যায়- সোমবার অনুমানিক ৩ টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়া নামক জায়গায় তিনি দূর্ঘটনায় পতিত হন। তবে কিভাবে কোন গাড়ী তাকে ধাক্কা দিয়ে গেছে তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।