রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ: শরণার্থী আশ্রয় দিলে মাসে ৩৫০ পাউন্ড করে দেবে বৃটিশ সরকার




গৃহায়ন মন্ত্রী মাইকেল গোভ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর নতুন সংকটে ইউরোপ। মধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ অভিমুখে অভিবাসী ঢলের মধ্যেই এবার ইউক্রেন থেকে প্রতিদিনই ইউরোপে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার শরণার্থী। এই সংকট মুহূর্তে ইউক্রেনের শরণার্থীদের আশ্রয় দিলে প্রতিমাসে ৩৫০ পাউন্ড করে প্রদানের ঘোষণা দিয়েছে বৃটিশ সরকার। এ লক্ষ্যে ‘হোমস ফর ইউক্রেন’ নামে একটি স্কিম চালু করা হয়েছে। দেশটির গৃহায়ন মন্ত্রী মাইকেল গোভ বিবিসির কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। কোনো বৃটিশ পরিবার যদি ইউক্রেনের কোনো শরণার্থীকে আশ্রয় দেয় তাহলে তারা সরকারের এই স্কিমের আওতায় প্রতিমাসে ৩৫০ পাউন্ড বা ৪৫৬ ডলার করে পাবে। এ জন্য নিজের বাড়ির একটি রুম বা যে কোনো অংশ ইউক্রেন থেকে আগতদের জন্য বরাদ্দ রাখতে হবে।

বৃটেন হাজার হাজার ইউক্রেনীয়কে আশ্রয় দিতে পারবে বলেও জানান গোভ। তিনি বলেন, ‘হোমস ফর ইউক্রেন’-এর অধীনে ইউক্রেনের নাগরিকরা বৃটেনে প্রবেশের অনুমতি পাবে। এ জন্য এখানে তাদের কোনো আত্মীয় থাকার প্রয়োজন নেই। এরইমধ্যে প্রায় ৩ হাজার ইউক্রেনীয়র ভিসা ইস্যু করা হয়েছে।

তারা তিন বছর পর্যন্ত বৃটেনে থাকতে পারবে এবং তাদেরকে কাজ ও পাবলিক সার্ভিস সুবিধা দেয়া হবে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ২৭ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছে। যুদ্ধ অব্যাহত থাকলে এই সংখ্যা দ্রুত বেড়ে ৪০ লাখ হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এখন পর্যন্ত সবথেকে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে পোল্যান্ড। দেশটিতে বর্তমানে ১৬ লাখ ইউক্রেনীয় রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!