শনিবার, ২২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা ম্যারাথনে বালাগঞ্জের আব্দুল মুকিত



সিলেট ফিটনেস ক্লাবের অন্যতম সদস্য এবং বালাগঞ্জ রানার্স-এর এডমিন, সিলেটের সুপরিচিত রানার আব্দুল মুকিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩-এ অংশ নিচ্ছেন। আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে এ ম্যারাথন শুরু হবে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের সামনে থেকে যথাক্রমে ২১ এবং ৪২ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নিবেন। দেশের বৃহত্তম এ ক্রীড়া আসরে অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত অংশগ্রহণকারী রানার ঢাকা পৌঁছে গেছেন।

এদিকে রানার আব্দুল মুকিত এক বার্তায় তাঁর সাফল্য কামনায় সকলের দোয়া কামনা করেছেন। রানার আব্দুল মুকিত বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেট ফিটনেস ক্লাব, বালাগঞ্জ রানার্সসহ বিভিন্ন ক্রীড়া এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!