শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে বালাগঞ্জ গোপীনাথ সংঘের উদ্যোগে আলোচনা সভা, ভজন সংগীত ও নৃত্যানুষ্ঠান



গত ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টায় শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে বালাগঞ্জ গোপীনাথ সংঘের উদ্যোগে আলোচনা সভা, ভজন সংগীত ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপীনাথপুর সংঘের সভাপতি পিষুস দাসের সভাপতিত্বে ও সংঘের অর্থ সম্পাদক শিব শংকর বনিক দ্বীপের পরিচালনায় এত প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক, সংঘের উপদেষ্টা ডাঃ বাসন্তী রানী বনিক।

বিশেষ অতিথি ছিলেন – বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহবায়ক বাবু প্রদ্যুন্ম কুমার দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহসভাপতি প্রদীপ দাস, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সদস্য পবিত্র কুমার নাথ বাটাবাবু, ব্যবসায়ী নারায়ন চন্দ্র দত্ত প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারন সম্পাদক বাদল চন্দ্র দাস প্রেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ থানার এস আই অপু দাসগুপ্ত, শিবানী বৈঞ্চব, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাংস্কৃতিক শিক্ষক সঞ্জয় কুমার দাস, কোষাধ্যক্ষ অজূর্ন দেবনাথ, সদস্য লিটন দাস, ব্যবসায়ী মিথুন বনিক, ডিড রাইটার যোগেশ সুত্রধর, শিক্ষিকা সাথী দাস, গোপীনাথসংঘের অনুপম আচার্য্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকার স্থানীয় শিল্পীরা ভজন সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!