বালাগঞ্জ উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির এমপিওভুক্তি উপলক্ষে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এমপিওভুক্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার বিকালে একাডেমির উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশ গ্রহণে একাডেমি থেকে শুরু হওয়া র্যালিটি সিলেট সুলতানপুর
বালাগঞ্জ সড়কের নশিওরপুর বাজার থেকে মোরারবাজার এলাকা প্রদক্ষিণ করে। একাডেমির আনন্দ র্যালি চলাকালে স্থানীয় নর্থইস্ট বালাগঞ্জ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও আলাপুর গ্রামবাসীর পৃথক ব্যানারে স্থানীয় যুবকরা
র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা। শিক্ষক ইব্রাহিম ফরহাদের পরিচালনায় পথসভায় এমপিওভুক্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেন নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ সরকার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রধান শিক্ষক জুবের আহমদ, একাডেমির দাতা সদস্য শাহ আলম, গোলজার আহমদ, আলমগীর হোসেন, জাকির হোসেন, ‘গহরপুর ব্লাড ফাইটার্স’র সভাপতি আমিনুর রহমান তুহেল, মারজান আহমদ, সাজু আহমদ, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির শিক্ষক মাহবুবুল ইসলাম, ওমর হোসেন জামিল, ফারজানা ইয়াছমিন, ফাতেমা বেগম, রুজিনা বেগম রুজি, সুরমা খানম রুনি, আয়েশা আক্তার কলি। পথসভা শুরুতে স্বাগত বক্তৃতা করেন দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি।