গত সোমবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে নৌকা মার্কার পক্ষে জনসমর্থন গঠনের লক্ষ্যে – বিশিষ্ট কমিউনিটি নেতা মশিউর রহমান মসনুর বাংলাদেশ গমণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগরবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সবাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদ মিয়া।
প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক ট্রেজারার, যুবনেতা আজাদুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির চেয়ারপার্সন জনাব সফিক উল্লাহ মিসলু, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু, লেখক ও কলামিস্ট নূর মনি, যুবনেতা জামাল আহমদ খান, কমিউনিটি নেতা বদরুজ্জামান চৌধুরী, মামুন কবির চৌধুরী, সাবেক যুবলীগ নেতা আনহার মিয়া, আবুল কাসেম, শেখ নূরুল ইসলাম জিতু, ফয়জুর রহমান ফয়েজ, ফয়সল হোসেন সুমন, মোতাহির আলী সুহেল, আব্দুল বাসির, আতাউর রহমান আতা, ফারুক মিয়া, আহমেদ কবির সুইট, এম এ আজিজ, রুহেল আহমদ, কিনু মিয়া, মতিউর রহমান, আশক আলী, মসহুদ আহমদ, আবু যাফর, মিসবাউর রহমান দোলন, সানা মিয়া প্রমুখ।
সভায় বক্তারা জনাব মশিউর রহমান মসনুকে যুক্তরাজ্যে বসবাসরত বালাগঞ্জবাসীর প্রতিনিধি হিসেবে নৌকা মার্কার পক্ষে কাজ করার এবং একটি প্রেস কনফারেন্স করে প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরার জন্য দায়িত্ব অর্পণ করেন। জবাবে মশিউর রহমান মসনু সকলের সহযোগিতা নিয়ে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নৌকা তথা মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।