শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

লন্ডনে খেলাফত ও জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময় সভা



আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২- বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে একজন সৎ, যোগ্য ,কর্মঠ প্রার্থীকে নির্বাচিত করতে লন্ডনে বসবাসরত খেলাফত মজলিস ও জমিয়ত নেতৃবৃন্দের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । খেলাফত মজলিস ইউকে শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আ,ফ,ম শুয়াইবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন – ওসমানীনগর ইসলামিক ট্রাষ্ট ইউকের সভাপতি ,জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারি ,জামিয়া দারুস্সুন্নাহ গলমুকাপন ওসমানীনগর এর প্রাক্তন উস্তাদ মাওলানা মামনুন মহিউদ্দিন , জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগর শাখার সভাপতি , খিদমাহ একাডেমির প্রধান শিক্ষক ও আর-রহমান ফাউন্ডেশন ইউকের সভাপতি মাওলানা শামসুল আলম (কিয়ামপুরী) ।

গত ৫ ডিসেম্বর (বুধবার) লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন – হেফাজতে ইসলাম ইউরোপের সেক্রেটারি, বাংলাদেশী মুসলিমস ইউকের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক । ওসমানীনগর ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান এর পরিচালনায় মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট-২ আসন তথা বিশ্বনাথ ও ওসমানীনগর আসনের জন্য জনাব মুহাম্মদ মুনতাসির আলী খুবই যোগ্য একজন প্রার্থী। যোগ্যতার পাশাপাশি মুনতাসির আলীর রয়েছে এলাকাবাসির সাথে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। এলাকার জনগণের সাথে রয়েছে তাঁর সুখ -দুঃখের সম্পর্ক। সুতারং আমাদের উচিত তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ করে দেয়া । তাঁর পক্ষ্যে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। নেতৃবৃন্দ মুনতাসির আলীকে বিজয়ী করতে সবাইকে বিশেষত খেলাফত মজলিস জমিয়ত উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন ।

সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র মজলিসের ওসমানীনগর শাখার সাবেক সভাপতি, পশ্চিম জেলার সাবেক সেক্রেটারি মাওলানা দেলোয়ার হুসাইন, ,খেলাফত মজলিস নেতা ও শেরপুর খেলাফত মজলিসের উপদেষ্টা আলহাজ্ব ইস্পাহ উদ্দিন কামরুল, মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ বুলবুল আহমেদ ও ক্বারী আব্দুল মুনির প্রমুখ।

সভায় মুনতাসির আলীর সমর্থনে জমিয়ত ও খেলাফত মজলিসের মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম ও মুনতাসির আলীর সমর্থনে সর্বদলীয় একটি নির্বাচনী ক্যাম্পেইন গ্ৰুপ ইউকে গঠন করতে সর্বসম্মতিক্রমে মাওলানা আ ফ ম শুয়াইব কে আহবায়ক এর দায়িত্ব দেয়া হয় ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!