সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে সুফিয়ানুল করিমকে তাঁর বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ডিবি পুলিশের একটি দল সুফিয়ানুল করিমকে আটক করে সিলেটে নিয়ে যায়।
এ ব্যাপারে বিস্তারিত জানতে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মো. বদরুজ্জামানকে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।