বরেণ্য বুযুর্গ আল্লামা নূরউদ্দিন গহরপুরী (রহ.)’র নামানুসারে মাওলানা মুহিবুর রহমান (রহ.) প্রতিষ্ঠিত বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন আননূর ছাত্র-ছাত্রী কাফেলা’র উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেফাকুল মাদারিস আরাবিয়্যাহ’র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু বলেন, যারা ইলম অজর্নের জন্য পথে নামেন মহান আল্লাহপাক তাদের জন্য জান্নাতের পথ প্রশস্ত করে দেন। সৃষ্টির সকল প্রাণী তাদের জন্য দোয়া করতে থাকে। তিনি বলেন, সমাজে যে যে যত বেশি ইলম অর্জন করতে পারবে সে তত সম্মানী হবে।
মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আবু বকর জাহেদ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত – ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, আননূর মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. শামসুল ইসলাম, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খালেদ আহমদ, গহরপুর আননূর ইন্টারন্যাশনাল কেজিস্কুলের প্রিন্সিপাল হাফিজ মাওলানা আতিকুর রহমান, আননূর মহিলা মাদ্রাসার দাতা সদস্য মো. শিরমান উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, আননূর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, নায়েবে মুহতামীম মাওলানা আব্দুল জলিল, শিক্ষানুরাগী আনোয়ার আলী, লোকমান মিয়া প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা মুশাহিদ শিকদার।