।। সরওয়ার আলম, লণ্ডন থেকে।। পূর্ব লণ্ডনের ব্রিক লেইনের স্বাদ গ্রিল রেস্টুরেন্টে সোমবার (২৩ জুলাই) উছমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা ও ট্রাস্টের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক হেলালের সদ্য প্রয়াত পিতা মরহুম তফজ্জুল আলীর মৃত্যুতে ট্রাস্টের পক্ষ থেকে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ট্রাস্টের সভাপতি আব্দুল কাদির রুনুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাহ আকিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ট্রাস্টের সহকারী ট্রেজারার ফারুক মিয়া । প্রথমে ট্রাস্টিদের নিয়ে ট্রাস্টের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা শেষে উপস্থিত ট্রাস্টি ও বিপুল সংখ্যক বালাগঞ্জ-ওসমানীনগরবাসীদের উপস্থিতিতে মরহুম তফজজুল আলী সাহেবের জীবনের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ-ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন, সমিতির সভাপতি নেছার আলী সমছু, সমিতির সাবেক সভাপতি আজাদ বক্ত চৌধুরী, সমিতির সাবেক সভাপতি আব্দুল গফুর, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু, বিশিষ্ট রাজনীতিবিদ শামসুল আবেদীন নেছাওর, বালাগঞ্জ-ওসমানী এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মান্নান, এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার তোফায়েল আহমদ তোফা, জনকল্যাণ ট্রাস্টের উপদেষ্টা আলহাজ খালিছ মিয়া, উপদেষ্টা আলহাজ আব্দুর রাজ্জাক, ট্রাস্টের সাবেক উপদেষ্টা আব্দুল হেলাল চৌধুরী সেলিম এবং সবার কাছে বাবা ও চাচার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুম তফজজু আলী সাহেবর ছেলে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক হেলাল ও মরহুমের ভাতিজা জনকল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – জনকল্যাণ ট্রাস্টের সাবেক উপদেষ্টা আজম আলী, মো: আলী জিলু, উমর পুর ইউনিয়ন ট্রাস্টের সভাপতি জিলু মিয়া, বালাগঞ্জ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বানীগ্রাম মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা যুব নেতা শেখ নূরুল ইসলাম জিতু, জনকল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি সোয়াইবুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, সাবেক ট্রেজারার আব্দুল মজিদ সিরাজ, সাবেক ট্রেজারার শাহা মিয়া মোহন, বর্তমান ট্রেজারার সাহেল আহমেদ তপাদার, সহ সভাপতি নূরুল হাসান ইকবাল, সাবেক সহ সভাপতি শাহ নেছার আলী, সমাজ কর্মী আব্দুল হান্নান, জনকল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিজানুর রহমান সেবুল, আদম আলী, ফারুক হোসেন, কাউছার হামিদ সহ বিপুল সংখ্যক বালাগঞ্জ-ওসমানীনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
পরিশেষে সভাপতি আব্দুল কাদির রুনুর সমাপনী বক্তব্য ও মরহুম তফজজু আলী সাহেবর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ কারী আব্দুন নূর লতিফী।