বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জকিগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা



জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলার ঘটনায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব ও দৈনিক শ্যামল সিলেটের ফটো সাংবাদিক আজমল আলীর উপর সন্ত্রাসী হামলার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহসভাপতি হুসাইন আমদ, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহসাধারণ সম্পাদক এম এ কাদির, শাহ মোহাম্মদ আবুল হুসেন ইমন, কোষাধ্যক্ষ এসএম হেলাল, সদস্য – শিপন খাঁন, আবুল কাশেম অফিক, তারেক আহমদ, এ এস রায়হান।

বিবৃতিতে নেতৃবৃন্দ জকিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান এবং ক্ষতিপূরণ আদায়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোরদাবি জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!