বর্তমানে বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বাজার ফড়িয়াদের হাতে চলে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে বাজার মনিটরিং এর জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবিকে কার্যকরী পদক্ষেপ নিতে সুপারিশ করেছে জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ দুপুরে কমিটির ৪র্থ বৈঠকে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে কমিটি সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং সুলতানা নাদিরা বৈঠকে অংশগ্রহণ করেন।এসময় কমিটি নিয়মিত বাজার মনিটরিং এবং টিসিবির মাধ্যমে পেঁয়াজসহ নিত্য পণ্য বিক্রির কথা বলে।
বৈঠকে ফরেন ট্রেড ইনস্টিটিউট ( Foreing Trade Institute) রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানী, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র সার্বিক বিষয় সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানী কর্তৃক কোম্পানী ট্রেড অর্গানাইজেশন, পার্টনারশীপ ফার্মের নিবন্ধন প্রদান, ছাড়পত্র প্রদান প্রভৃতি ক্ষেত্রে বাস্তবতার নিরিখে কাজ করতে সুপারিশ করে।