গত সোমবার (৪ নভেম্বর) বিকালে বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন বাণিজ্যিক কমপ্লেক্সে পূবালী ব্যাংক লিমিটেড বালাগঞ্জ শাখার ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন – শাখা ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামান, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বালাগঞ্জ জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল বাতেন, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এর প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক আকরাম হোসেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ইউনিয়নের গ্রাম আদালত সহকারী শাহাবুদ্দীন শাহীন, বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ তজমুল ইসলাম তজই, শেখ আমিনুল ইসলাম টিপু, মোস্তাক আহমদ সুন্দর, মিন্টু দাস, মোশাহিদ মিয়া, মোঃ আব্দুল আলীম, বিশ্বজিৎ দাস বিশু, শিপন আহমদ, মোঃ শাহজাহান, মোঃ আক্তারুজ্জামান রাসেল, শাহেল আহমদ ও পূবালী ব্যাংকের স্টাফদের মধ্যে – বিল্লাল হোসেন, কমল কান্তি তালুকদার, জাকির হোসেন, প্রদ্যুৎ চন্দ্র পাল, কলছুমা বেগম ঝর্ণা, মৌনব্রত চক্রবর্ত্তী, বিল্লাহ হোসাইন, সায়েদুল ইসলাম, শফিকুল ইসলাম, বীরেন্দ্র কুমার নাথ দূর্গা প্রমুখ।