বুধবার (৭ আগস্ট) দুপুরে বালাগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনির্বাচিত বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো: জুনেদ মিয়া, সহ- সভাপতি মো: আজাদ মিয়া, সাধারণ সম্পাদক কাওছার আহমদ কওছর, মো: রকিব আলী, সহ-সাধারণ সম্পাদক দুলু মিয়া, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন মনি, মো: আনোয়ার আলী, বদরুল ইসলাম মাহী, ফয়ছল আহমদ প্রমুখ নতুন কমিটির নেতৃবৃন্দ এক মতবিনিময় শেষে তাঁকে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, এস আই অপু দাসগুপ্ত প্রমুখ।
মতবিনিময় সভায় সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয় এবং পরে বালাগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ মিষ্টিমুখ করেন।